মুক্তকণ্ঠ সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে তরুণ সাহিত্যকর্মী, লেখক-পাঠক ও গবেষকদের অংশগ্রহণে ‘ফিলিস্তিন ইসরায়েল ও মধ্যপ্রাচ্য সংকট: অতীত বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। নগরীর চকবাজারের দেব পাহাড়’ আন নূর মিলনায়তনে শুক্রবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত পাঠচক্রে মূল আলোচক ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যাপক তানবীর মুহাম্মদ ও তরুণ গবেষক ওবায়দুল্লাহ আফজাল।
মুক্তকণ্ঠ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি আনাস আবদুল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আশফাক খালেদ। আলোচনায় অংশ নেন কবি মাঈন উদ্দিন জাহেদ, সাংস্কৃতিক সংগঠক ইসমাইল চৌধুরী, মুক্তকণ্ঠের সাবেক সভাপতি সাইফুল্লাহ সায়েম, গবেষক-ছড়াকার বশির উল্লাহ সাইমুম, ইব্রাহিম মাহমুদ প্রমুখ। পাঠচক্রে আলোচকবৃন্দ ফিলিস্তিনের ইতিহাস, জাতিগত উদ্ভব, বিকাশ, সভ্যতার বিভিন্ন পর্যায়ে সংঘাত ও দ্ব›দ্ব বিষয়ে তুলনাম‚লক আলোকপাত করেন। ফিলিস্তিন ও গাজাজুড়ে চলমান জায়নবাদী আগ্রাসনকে ইহুদি বনাম মুসলমান এবং ধর্মীয় চিন্তার বাইরে এসেজিও পলিটিকাল দৃষ্টিভঙ্গি ও এনালিটিকসে বোঝা পড়ার দিকে গুরুত্বারোপ করেন। সেই সাথে এ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর হীনম্মন্যতা ও বিশ্বাস ঘাতকতার কারন নিয়ে আলোচনা করেন। সভা শেষে গাযা এবং ফিলিস্তিনসহ বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কবি মাঈনউদ্দিন জাহেদ।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ