চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় অনুমোদনহীন জুস কারখানা সিলগালা
সাতকানিয়ায় অনুমোদন ছাড়াই জুসসহ বিভিন্ন শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা সিলগালা

সাতকানিয়ায় অনুমোদনহীন জুস কারখানা সিলগালা

সাতকানিয়া সংবাদদাতা

১২ এপ্রিল, ২০২৫ | ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জুসসহ বিভিন্ন শিশু খাদ্য তৈরির অভিযোগে একটি মিনি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারের পশ্চিম পাশে একটি সেমিপাকা বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যায়।

 

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, বাড়িটিতে মালিহা ফ্রুটসসহ বিভিন্ন নামে জুস, লিচি জাতীয় পণ্য ও অন্যান্য শিশু খাদ্য তৈরি করা হচ্ছিল। পণ্যের মোড়কে বিএসটিআই এর অনুমোদন বা প্রয়োজনীয় কোনো তথ্য ছিল না।

 

অভিযানে মালিহা ফ্রুটস খালি কোটা ১ হাজারটি, মালিহা জেলি খালি কোটা পাঁচশটি, মালিহা লেভের মেশিন ১টি, মালিহা নিল মেশিন ১টি, রূপচান লেভেল ৩০০ টি, ষভেঞ্জার অরেঞ্জ লেভেল ২০০টি, রং ৫০০ গ্রাম, পাউডার ১২ প্যাকেট, ফাইভ স্টার মশার কয়েল ২৫ প্যাকেট, ইগলু মশার কয়েল ২৩ প্যাকেট, সিয়াম চা পাতা ১২০ প্যাকেট, ফুচকা ২০০ প্যাকেট, কুয়াশা লিচি ৫০টি মালামাল জব্দ করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, একটি বাসায় অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি হচ্ছে। অভিযানে গিয়ে আমরা এর সত্যতা পাই। সেখানে বিপুল পরিমাণ খালি কৌটা, লেভেলিং ও সিলিং মেশিন, বিভিন্ন পণ্যের মোড়ক, রং, পাউডার এবং তৈরিকৃত পণ্য পাওয়া গেছে। কারখানার মালিক বিভিন্ন কোম্পানির নামে শিশু খাদ্য তৈরি করে এবং নানা ধরনের পণ্য মজুদ রেখে বাজারে সরবরাহ করে আসছিল। অনুমোদন ছাড়া উৎপাদন, মোড়কীকরণ ও মজুদ নিষিদ্ধ হওয়ায় কারখানাটি সিলগালা করা হয়েছে। এই ঘটনায় জড়িত পণ্য উৎপাদনকারী ও সরবরাহকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামালকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ছাড়াও সাতকানিয়া ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং ভূমি অফিসের কর্মচারীরা সহায়তা করেন।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট