ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ট্রেনের ব্রিজ থেকে চকরিয়ার মাতামুহুরি নদীতে পড়ে আবদুল জব্বার (৪৮) নামে একব্যক্তি নিখোঁজ হন।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা-কক্সবাজার রেললাইনের কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি আবদুল জব্বার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুলবুনিয়া এলাকার আসহাব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী একটি ট্রেন পহরচাঁদা ব্রিজ পার হওয়ার সময় আবদুল জব্বারকে ধাক্কা দেয়, সাথে সাথে তিনি মাতামুহরি নদীতে পড়ে নিখোঁজ হন। এ সময় স্থানীয়রা তাকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে কয়েক ঘণ্টা চেষ্টা করেও উদ্ধার করতে সক্ষম হয়নি।
পরে শুক্রবার দিবাগত রাতে সেতুর পাশাপাশি জায়গায় তার লাশ ভেসে উঠে এবং জেলেদের মাছ ধরার জালে আটকে ছিল।
আজ শনিবার (১২ এপ্রিল) সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশটি উদ্ধার করে চকরিয়া থানায় হস্তান্তর করে।
পেকুয়া শিলখালী ইউনিয়নের ইউপি সদস্য আহমদ শফি বলেন, আবদুল জব্বার একজন পশু ব্যবসায়ী ছিলেন। তিনি গরু নিয়ে হাঁটে যাচ্ছিলেন, এ সময় দুর্ঘটনা ঘটে। তবে তার লাশ সাথে সাথে পাওয়া যায়নি, ভোররাতে ভেসে উঠে। আজ শনিবার (১২ এপ্রিল) আইনি প্রক্রিয়া শেষে সন্ধা ৭টায় শিলখালী ইউনিয়নে জারুলবনিয়া এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন মাঠে নিহত আবদুল জব্বারের জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে সামাজিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্ত হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়।
উল্লেখ্য, নিহত আবদুল জব্বার ১ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক।
পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ