চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

‘দেশের আদালতগুলোতে বিচারক নিয়োগ ও অবকাঠামোগত সংকট নিরসন করা হবে’ 

বান্দরবান প্রতিনিধি 

১২ এপ্রিল, ২০২৫ | ১২:২৫ অপরাহ্ণ

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দেশের আদালতগুলোতে বিচারক নিয়োগ ও অবকাঠামোগত সংকট নিরসন করা হবে বলে জানিয়েছেন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের জায়গা ও জেলা দায়রা জজ আদালত পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সাথে বান্দরবানের জেলা ও দায়রা জজ জামিরুল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়র জজ জিয়াবুন নাহার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিন ইকবালসহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

আইন উপদেষ্টা আরও বলেন, দেশের আদালতগুলোতে বিচারক ও অবকাঠামোগত সংকট রয়েছে। এজন্য বিচার প্রার্থীরা সমস্যায় পড়ছেন। এসব দিক বিবেচনা করে খুব শীঘ্রই এসব সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। এছাড়া পার্বত্য চট্টগ্রামের ভূমি কমিশন আইন ও পারিবারিক আদালতের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। এর আগে উপদেষ্টা বান্দরবান জজ আদালত ভবন ও এজলাস পরিদর্শন করেন ও বিচারক আইনজীবীদের সাথে বৈঠক করেন। শুক্রবার আইন উপদেষ্টা দুদিনের সফরে বান্দরবানে আসেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট