গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সংহতি প্রকাশ করা হয়েছে।
মধ্যম আধারমানিক গ্রামে ইমাম, মুয়াজ্জিন কল্যাণ পরিষদ ও এলাকার সকল সুন্নি মুসলিম জনতার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ এপ্রিল) বাদে জুমা বিক্ষোভ মিছিলটি রাউজান-নোয়াপাড়া সেকশন-২ সড়ক প্রদক্ষিণ শেষে অলিমিয়া হাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন খতিব মাওলানা আবুল হায়াত নক্রবন্দী। সমাবেশে সভাপতিত্ব করেন খতিব মাওলানা ফরিদ আহমদ ছিদ্দিকী।
বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহ আলম, মাওলানা তছলিম উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম কবির, হাফেজ জহিরুল ইসলাম, মাওলানা মোজাম্মেল হক, সমাজসেবক হাজী নুরুল আবছার সওদাগর, মো. হারুন বি.এ, শাহ আলম সওদাগর, হাফেজ রহুল আমিন, হাফেজ ছিদ্দিক, মাওলানা জাকির হোসেন, হাফেজ মোবারক, সাংবাদিক জাহেদুল আলম, জানে আলম, হাফেজ আবু ছালেহ, মাওলানা সিরাজ, মাওলানা এরশাদ, মো. ছৈয়দ, সবুজ, আবির, বাবলু, মো. বাচা, ইমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইসরাইলি গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। না হয় মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যেকোন ত্যাগে প্রস্তুত রয়েছে।
সবশেষে ইসরালি প্রেসিডেন্ট নেতানিয়াহু ও আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কুশপুত্তিলিকা দাহ করা হয়। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ