চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা বাঁশখালীতে, স্বামী পলাতক

বাঁশখালী সংবাদদাতা

১১ এপ্রিল, ২০২৫ | ৩:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় স্বামী ফরিদুল আলমের ছুরিকাঘাতে মিনু আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

শুক্রবার (১১ এপ্রিল) ভোরে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী ফরিদুল আলম পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাহারছড়া ফাঁড়ির পরিদর্শক মো. মজনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

 

স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহরে ফরিদুল আলমের মোবাইলের দোকা রয়েছে। সে কারণে বাড়িতে যাওয়া-আসা কম হতো তার। এছাড়া বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আজ শুক্রবার ফরিদুল আলম চট্টগ্রাম থেকে বাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারকে বাম চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

জানা গেছে, ১৫ বছর আগে খানখানাবাদ ইউপির ডোংরা কালু ফকির বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে ফরিদুল আলমের সঙ্গে বিয়ে হয় পশ্চিম ইলশার অজি আহমদের মেয়ে মিনু আক্তারের। তাদের ২ মেয়ে ১ ছেলে রয়েছে।

 

বাহারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মাবুদ বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটে। মেয়েটি বাপের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার ভোরে স্বামী ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করে পালিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট