চট্টগ্রাম বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতকানিয়া ছাত্রদলের বিক্ষোভ

সাতকানিয়া সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২৫ | ১১:২৮ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজার হাজার নিরাপরাধ মানুষকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতকানিয়া উপজেলা ছাত্রদলের একাংশ।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কেরানিহাটে মিছিলটি শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

এ সময় নেতাকার্মীরা জানান, ইসরায়েল একটি অবৈধ দখলদার গোষ্ঠী। তারা কোনো রাষ্ট্র হতে পারে না। ফিলিস্তিনের জনগণকে বলপূর্বক উচ্ছেদ করে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরকে বলা হয় মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া। আসলে ইসরায়েল পৃথিবীর মধ্যে একটা ক্যান্সার। ইসরায়েল বর্তমানে মানবতারিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ করে যাচ্ছে। তারা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী। আমরা যুদ্ধাপরাধী নেতানিয়াহুর বিচার চাই। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন। ১৯৮০ সালে আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনের বীর মুক্তিযোদ্ধাদের ছবি সম্বলিত স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিলেন। বেগম খালেদা জিয়া সবসময়ই ফিলিস্তিনের জনগণকে সমর্থন দিয়েছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক রাশেদ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আনিসুল ইসলাম, আরফাতুল ইসলাম, ইউনুস নুরী, এনামুল হক, আবদুল করিম, মোহাম্মদ ইমন, সুজন, ইকবাল প্রমুখ।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট