চট্টগ্রাম শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

হাটহাজারী সংবাদদাতা

৭ এপ্রিল, ২০২৫ | ৭:২২ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র নায়েবে আমীর ও হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতী জসিম উদ্দিন।

 

প্রধান আলোচক ছিলেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা মুফতী কিফায়াতুল্লাহ। হেফাজতের হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আসাদুল্লাহ’র যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, আব্দুর রহমান চৌধুরী, মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা মাহমুদ হোসাইন, নূর মুহাম্মদ, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা মীর লোকমান আলী, মোহাম্মদ শফিউল আলম, মাওলানা ওজাইর আহমদ হামিদী, মাওলানা মিজান ইবনে আলী, হাফেজ মহিউদ্দিন, হাফেজ শফিউল বশর, আবু তাহের রাজিব, মাওলানা জিয়াউল হক, এইচ এম শহিদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা ওবায়দুর রহমান প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, মজলুম ফিলিস্তিনিদের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না। বরং শহীদদের রক্তের পথ ধরেই বিজয় এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ইসরায়েলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে হাজার হাজার নিরাপরাধ গাজাবাসীকে হত্যা করেছে। মূলত ইসরায়েলি বর্বরতা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট