চট্টগ্রামের ফটিকছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মইন উদ্দিন লিটন (২৯) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট মেডিকেল রাস্তার মাথায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত মইন উদ্দিন লিটন হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনী গ্রামের মুহাম্মদ ইউসূফের ছেলে। নাজিরহাট হাইওয়ে থানা সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, নিহত যুবক নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করতেন। কর্মস্থল হতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে ঘটনাস্থলে ফটিকছড়ি সদরমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা মারাত্মক জখম হওয়া লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
সূত্র মতে, চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে ওই যুবক প্রাণ হারান।
নাজিরহাট হাইওয়ে থানার দারোগা সাহেদ বড়ুয়া জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে। প্রাইভেট কারের চালককে ফটিকছড়ি থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় আইনানুগ পন্থায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ