চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৭ এপ্রিল, ২০২৫ | ১:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আছমা সিদ্দিকা সাফা (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। অছমা দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্ডলিয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী মো. হাসান আলীর মেয়ে।

 

মেয়ের মৃত্যুর সংবাদের পর সোমবার (৭ এপ্রিল) পিতা হাসান আলী দেশে ফিরছেন। এরপর মেয়ের দাফন করা হবে।

 

স্থানীয় জব্বার সিকদার জানান, গতকাল রবিবার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলছিল শিশু সাফা । একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। প্রায় ৩০ মিনিট পর পাশের পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ বলেন, শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট