চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

কোম্পানির সাড়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ

‘ছিনতাই নাটক’ সাজিয়েও রক্ষা পেল না অফিস সহকারী

কর্ণফুলী সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২৫ | ১১:৪৫ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলার ইছানগরে কারখানা থেকে নগদ সাড়ে ১৩ লাখ টাকা শহরে নেয়ার পথে ছিনতাইয়ের শিকার হন অফিস সহকারী মো. সেলিম (৩৩)। কর্ণফুলী থানায় গিয়ে লিখিত অভিযোগও করেন। কিন্তু শেষ রক্ষা হল না। সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের তদন্তে জানা গেছে, টাকা আত্মসাৎ করতে ‘ছিনতাইয়ের নাটক’ সাজিয়েছিলেন কোম্পানির অফিস সহকারী মো. সেলিম নিজেই। ইতোমধ্যে মামলার পর সেলিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

রবিবার (৬ এপ্রিল) কর্ণফুলী উপজেলার ইছানগরস্থ বিন হাবিব বিডি লিমিটেডের হেড অব এইচআর এন্ড অ্যাডমিন মো. সালে নুর প্রকাশ সাজ্জাদ (৪৪) বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করেন।

 

গ্রেপ্তার সেলিম কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তমিজ ফকির বাড়ির বাসিন্দা এবং ‘বিন হাবিব বিডি লিমিটেড’-এর অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

 

মামলার এজাহারে বলা হয়, সরকারি ছুটির দিন ৪ এপ্রিল এবং পরদিন ৫ এপ্রিল স্থানীয় বিভিন্ন বিক্রয় পয়েন্ট থেকে গ্যাস সিলিন্ডার বিক্রির মোট ১৩ লাখ ৪৯ হাজার ৬৮০ টাকা সংগ্রহ করেন সেলিম। এর মধ্যে ৮ লাখ টাকা আসে শাহ মজিদিয়া থেকে। বাকি অর্থ তিনি মা এন্টারপ্রাইজ, কামাল এন্টারপ্রাইজ, খাজা গ্যাস স্টোর, নেয়ামত শাহ এন্টারপ্রাইজ ও এবি ট্রেডার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করেন।

 

কিন্তু ৬ এপ্রিল দুপুরে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন হাবিব ফোনে যোগাযোগ করলে সেলিম জানান, তার কাছে থাকা টাকা ছিনতাই হয়ে গেছে।

 

ঘটনার পর কোম্পানির পক্ষ থেকে অনুসন্ধানে জানা যায়, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। সেলিমই মূলত টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের গল্প বানিয়েছেন। শুরুতে টাকা ফেরতের আশ্বাস দিলেও পরে তা আর পরিশোধ করেননি।

 

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, সেলিম টাকা আত্মসাৎ করতে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন। কোম্পানির করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট