চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

কর্ণফুলীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

৬ এপ্রিল, ২০২৫ | ১১:৩৭ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি বনাম কালারপোল ফুটবল একাডেমির মধ্যে। ম্যাচে ২-০ গোলে জিতে কালারপোল ফুটবল একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শ্যামল সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, উপজেলা মৎস কর্মকর্তা মো. আব্দুল আলীম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমাতুল্লাহ আরজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী তাসলিমা আকতার চৌধুরী।

 

উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. লোকমান, বাহার হোসেন খান, জাবেদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম সাহেদ, সংবাদকর্মী নুরুল আমিন মিন্টু, উপজেলা যুবদলের সভাপতি নুরুল ইসলাম মেম্বার ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মনসুর প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট