টেকনাফে নকল ওয়াকিটকিসহ হারুনুর রশিদ (৩৬) নামে একজন ভুয়া গোয়েন্দা পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। হারুনুর রশিদ (৩৬) কক্সবাজার সদর মডেল থানাধীন স্টেডিয়াম পাড়ার (মহাজন পাড়া) বাসিন্দা শফিউল আলমের ছেলে।
রবিবার (৬ এপ্রিল) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হোয়াইক্যং সেনা ক্যাম্পে নকল ওয়াকিটকিসহ একজন ভুয়া গোয়েন্দা পুলিশ আটক করে রাখার খবর পেয়ে (৫ এপ্রিল) সন্ধ্যায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. মাজাহারুল ইসলাম ফোর্সসহ হোয়াইক্যং সেনা ক্যাম্পে গিয়ে ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয় দানকারী হারুনুর রশিদকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। তার বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবিসহ একাধিক অভিযোগ রয়েছে।
ধৃত ব্যক্তির কাছে থাকা একটি ওয়াকিটকি, একটি মাউথ স্পিকার, ১টি বাটন ফোন, ১টি আইডি কার্ড জব্দ এবং বিধি মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ