চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২৫ | ৯:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে তাওহীদুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুজিলির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাওহীদ স্থানীয় মো. জসিমের একমাত্র ছেলে। জসিম পেশায় একজন মিস্ত্রি।

 

প্রতিবেশী যুবক মো. জাবেদ বলেন, আসরের নামাজের সময় পরিবারের অজান্তেই পুকুরে পড়ে যায় তাওহীদ। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে তাকে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ১০টায় নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। ডাক্তার তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট