চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ঈদগাঁওতে রেললাইনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঈদগাঁও সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২৫ | ৭:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর আড়াইটায় ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ওসি মো. মসিউর রহমান এ খবর নিশ্চিত করেন।

নিহত আব্দুল অদুদ ওরফে দুদু মলই ( ৬২ ) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়ার মৃত আলীম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মসিউর বলেন, রোববার দুপুরে কক্সবাজার রেল স্টেশন ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঈদগাঁও উপজেলার পালাকাটা রেল ক্রসিং এলাকায় পৌঁছায়। এসময় চৌফলদন্ডীর দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা চালায়।

এতে চট্টগ্রামমুখি ট্রেনটির সাথে মোটর সাইকেল আরোহীর ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার ব্যাপারে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান ওসি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

পূর্বকোণ/তারেক/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট