চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

চকরিয়া কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চকরিয়া সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২৫ | ৮:১১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে টানা দুই ঘণ্টা (চট্টগ্রাম-কক্সবাজার) মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এদিকে কলেজে কর্মরত শিক্ষক, কর্মচারীরা কলেজ ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে।

 

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার মধ্যে অধ্যক্ষ পদত্যাগ না করলে ফের মহাসড়ক অবরোধ করবে বলে শিক্ষার্থীরা জানায়।

 

রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টা হতে এ অবস্থান কর্মসূচি চলছে। এতে তীব্র যানজট দেখা দেয়। শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের ফলে কক্সবাজার ও চট্টগ্রামমুখী দূরপাল্লার পর্যটকবাহী গাড়ি ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি, সেনাবাহিনী ও ইউএনওর প্রতিনিধি এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

 

চকরিয়া সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি ফাহিম জানান, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অশালীন আচরণ করেন। শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ ও পুনঃনির্বাচনী পরীক্ষার নামে টাকা আত্মসাৎ করে কলেজে পড়াশোনার পরিবেশ বিঘ্ন ঘটাচ্ছেন। অভিভাবকদের ওপর দলীয় প্রভাব খাটিয়ে হয়রানি, শিক্ষকদের হুমকিসহ ক্যাম্পাসে নানা সমালোচনার জন্ম দিয়েছে। কলেজে শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ ও নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আমরা এই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি।

 

কলেজ শিক্ষক আবদুর রহিম জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান কলেজে নানা অনিয়ম দুর্নীতি ও শিক্ষকদের সাথে অসদাচরণ করে থাকেন। দায়িত্বে স্বেচ্ছাচারিতা ও কলেজে নিয়মিত অনুপস্থিত থাকেন। শিক্ষকদের নানাভাবে হুমকি-ধমকি ও অপেশাদার আচরণ করার কারণে আমরা শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতির কর্মসূচি পালন করছি। আমরা চাই কলেজে পড়াশোনার পরিবেশ তৈরি হউক।

 

অভিযোগের বক্তব্য নিতে চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুসরাত জাহানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি তিনি।

 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান বলেন, চকরিয়া সরকারি কলেজের শিক্ষকদের সাথে বিষয়টি সুরাহা করতে আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট