কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।
বিষয়টি করেছেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
জানা গেছে, রবিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ও জেঠাতো ভাইবোনেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে। এতে ৫-৭ জন আহত হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, আমরা এ বিষয়ে এখনও কাজ করছি। পরে বিস্তারিত জানাবো।
পূর্বকোণ/ইব/এএইচ