চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে অচেতন হয়ে সব খোয়ালেন দোকান কর্মচারী

বোয়ালখালী সংবাদদাতা

৫ এপ্রিল, ২০২৫ | ১১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের এক মুদি দোকানের কর্মচারী মো. ওমর (৩২) নগরে গিয়েছিলেন মোবাইল মেরামত করাতে। এরপর দুপুরে বাড়ি ফিরতে উঠেছিলেন ১ নম্বর বাসে। সেই বাসে এক ব্যক্তি ওমরের নাকের সামনে টিস্যু ধরে। এরপর আর কিছু মনে নেই ওমরের।

 

শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে পৌর সদরের বুড়ি পুকুর পাড় এলাকায় সড়কে ঢলে পড়ে ওমর। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, অচেতন অবস্থায় ওমর নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছিলো লোকজন। তিনি কিছুই বলতে পারছিলেন না। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে আসলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

 

ওমর উপজেলা পোপাদিয়া উজির আলী (পান শফি) বাড়ির কাসেম মিয়ার ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

 

ওমরের নিকট আত্মীয় মো. হৃদয় বলেন, সকালে ওমর মোবাইল মেরামতের জন্য নগরে গিয়েছিল। এরপর বাড়ি ফিরতে বাসে ওঠেন। কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পৌঁছলে এক ব্যক্তি তার নাকের সামনে টিস্যু ধরে অচেতন করে দিয়েছে। ওমরের কাছে থাকা দুইটি মোবাইল ও প্যান্টের পকেট কেটে নগদ ৬ হাজার টাকা খোয়া গেছে।

 

হৃদয় আরও জানান, উপজেলা হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওমরকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছিল। তবে তার স্ত্রীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসায় ওমরকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। চমেকের চিকিৎসকরা ওমরের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে বলেছেন।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট