চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

হাটহাজারীতে দুই অটোরিকশার সংঘর্ষে আহত ১১

হাটহাজারী সংবাদদাতা

৫ এপ্রিল, ২০২৫ | ১১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন।

 

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- আকতার (২৬), মো. শুক্কুর (৪০), নুর (৮), পিংকি মহাজন (২৬), আলী চৌধুরী (৬৩), জনি কুমার রায় (৪০), মোস্তাফিজুর রহমান (৫৬), রাকিব (২০), নিজাম উদ্দিন (৬০), হারুন (৪২) ও মুসলিম উদ্দিন (৫৬)।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে উল্লেখিত স্থানে ফটিকছড়িমুখী ও চট্টগ্রামমুখী দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে উভয় অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে দুই অটোরিকশার মোট ১১ জন যাত্রী আহত হয়। ঘটনার পর আশেপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এছাড়াও আলি চৌধুরী, জনি কুমার রায়, মোস্তাফিজুর রহমান ও রাকিব নামের চার আরোহীর আঘাত গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

 

রাউজান গহিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১০টার দিকে পূর্বকোণকে বলেন, আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট