চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সীতাকুণ্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনরে প্রতবিাদ সভা

কৃষক দল নেতা হত্যা মামলায় প্রকৃত আসামিদের গ্রেপ্তার দাবি

সীতাকুণ্ড সংবাদদাতা

৫ এপ্রিল, ২০২৫ | ৯:২২ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগনিক সম্পাদক নাছির উদ্দিন হত্যা মামলায় প্রকৃত আসামির বদলে যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে এ উপলক্ষে পৌরসদর উত্তর বাজার এলাকায় সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যূগ্ম আহবায়ক সাহাবুদ্দিন রাজু।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর ও পৌর যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুপ নিজামী, উত্তর জেলা বিএনপির সদস্য শামসুল আলম আজাদ, জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, তাঁতী দলের সভাপতি এস.এম লোকমান হাকিম, মোজাহের উদ্দিন আশরাফ, আসলাম চৌধূরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম, আরঙ্গ জেব মোস্তফা, ইসমাঈল হোসেন, রোকন উদ্দিন মেম্বার, হারুন উর রশিদ ইব্রাহিম, লিয়াকত চৌধুরী জুয়েল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম, আলাউদ্দিন মনি, সোলাইমান রাজ, মামুন রেজা, কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন সিরাজী, কামরুল হোসেন বাবলু প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, নাসির উদ্দিনকে একটি চক্র পরিকল্পিতভাবে হত্যা করার পর একটি মহল ষড়যন্ত্র করে মামলা থেকে প্রকৃত আসামিদের বাদ দিয়ে নিজ দল ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করায়। তদন্তপূর্বক প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

 

শেষে সীতাকুণ্ড উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল পৌরসভা কার্য্যালয়ের সামনে শেষ হয়।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট