চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

কাপ্তাইয়ে নিখোঁজ অটোচালকের সন্ধান মেলেনি চারদিনেও

কাপ্তাই সংবাদদাতা

৫ এপ্রিল, ২০২৫ | ৭:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী থেকে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভাড়া নিয়ে এসে নিখোঁজ হয় অটোরিকশা চালক মো. ফারুক (৪২)। নিখোঁজ হওয়ার চারদিন পরও তার কোন সন্ধান মেলেনি।

 

শনিবার (৫ এপ্রিল) নিখোঁজ চালক ফারুকের স্ত্রী জেসমিন আক্তার বলেন, গত বুধবার (২ এপ্রিল) তার স্বামী হাটহাজারী থেকে যাত্রী নিয়ে রাঙামাটির কাপ্তাই নতুন বাজারে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) কাপ্তাই থানায় স্বামী নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি করার পর অটোরিকশাটি ওয়াগ্গা শিলছড়ির বালুছড়া নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, চালক মো. ফারুকের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে, তবে তার সন্ধান মেলেনি। অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট