চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরের হিন্দুপাড়ার শিমুল সেন (৩০) সানি নামে এক যুবককের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মোহাম্মদপুর দিঘিরপাড়ে এ হামলার ঘটনা ঘটে।
তাকে মুমুর্ষ অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়া হয়। এ সময় হামলাকারীরা তাদের দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ না করায় মারধর করে বলে অভিযোগ করেছেন তার বড় ভাইয়ের স্ত্রী মুক্তা দে। এ ব্যাপারে মুক্তা দে বাদী হয়ে ২ এপ্রিল একই এলাকার তৌহিদুল হাসান নামের এক ব্যক্তিকে আসামি করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর