চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিম ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শামিম উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মির্জাখীল এলাকার ফারুক আহমদের ছেলে ও যুবলীগ নেতা আব্দুস সোবাহান ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আলমগীর পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ মামলার পলাতক দু’জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/পিআর