চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মিরসরাইয়ে মাহবুব চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

বিজ্ঞপ্তি

৫ এপ্রিল, ২০২৫ | ৪:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাহবুব চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৪ টায় মিরসরাইয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি সাধারণ সভার মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ।

 

ব্যাংকার এবং সমাজকর্মী মোহাম্মদ রেজাউল হান্নান চৌধুরীর সভাপতিত্বে এবং ব্যাংকার মো. আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ এবং ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় অনুমোদন করা হয়।

 

মাহবুব চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদে রয়েছেন মরহুম মাহবুব চৌধুরীর সহধর্মিণী প্রাক্তন ব্যাংকার সাজেদা মাহবুব, সরকারহাট এন. আর. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু প্রিয়তোষ নাথ, সরকারহাট এন. আর. উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি সালাউদ্দিন সেলিম, মরহুম মাহবুব চৌধুরীর দুই জামাতা ইঞ্জিনিয়ার জসিমউদ্দীন ও ড. তৌফিকুল ইসলাম, দুই কন্যা ডা. আসমা চৌধুরী মম ও সায়মা চৌধুরী অন্ত এবং ডা. মো. জাহেদুল আলম ও মো. রেজাউল হাসান চৌধুরী নয়ন।

 

মাহবুব চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদে রয়েছেন মোহাম্মদ রেজাউল হান্নান চৌধুরী (সভাপতি), মো. ফখরুদ্দিন (সাধারণ সম্পাদক), মো. আরাফাত হোসেন (কোষাধ্যক্ষ), মো. ইব্রাহিম (সহ-সভাপতি), লিটন কান্তি নাথ (সহ-সভাপতি), মো. নিয়াজুল করিম (সহ-সভাপতি), মোল্লা আফলাতুন নুর-এ-জাকারিয়া চৌধুরী (সহ-সভাপতি), ইঞ্জিনিয়ার আশরাফুল সামাদ চৌধুরী (সহ-সভাপতি), মো. নাজিম উদ্দীন (যুগ্ম সম্পাদক), ইমরান কবির শুভ (যুগ্ম সম্পাদক), জুবাইদুল ইসলাম সবুজ (সাংগঠনিক সম্পাদক), এডভোকেট নাজমুল হাসান (যুগ্ম সাংগঠনিক সম্পাদক), ইকবাল আবদুল্লাহ আল জামান রবিন (যুগ্ম কোষাধ্যক্ষ), মাহমুদুল হাসান (যুগ্ম কোষাধ্যক্ষ), নাসিমা আক্তার (মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক), সাংবাদিক মাঈন উদ্দিন (তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক), ডা. ইকবাল হোসেন নিজামী (সদস্য), মো. নাজিম উদ্দিন সবুজ (সদস্য), প্রফেসর মো. সোহরাব হোসেন (সদস্য), মো. ওমর খৈয়াম (সদস্য), মোয়াজ্জেম হোসেন ফরহাদ (সদস্য), শিল্পী চৌধুরী (সদস্য), নুরুল মোনায়েম নিপু (সদস্য), সাইফুল ইসলাম (সদস্য), মাইনুল ইসলাম টিপু (সদস্য), সামিউল সাজিদ চৌধুরী (সদস্য), মো. আরশেদ (সদস্য), রিগান বড়ুয়া (সদস্য), এস. এম. হাবিব উল্লাহ (সদস্য)। বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট