চট্টগ্রাম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

লাখো ভক্তের অংশগ্রহণে বাবা ভাণ্ডারীর বার্ষিক ওরশ সম্পন্ন

বিজ্ঞপ্তি

৫ এপ্রিল, ২০২৫ | ২:২৭ অপরাহ্ণ

উপমহাদেশের প্রখ্যাত অলি, আধ্যাত্মিক সাধক শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক.) মাইজভাণ্ডারী ওরফে বাবা ভাণ্ডারীর ৮৯তম ওরশ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ এপ্রিল) চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে এই বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী ওরশ শরীফে দেশের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত আসেন। ফলে ওরশ শরীফ ময়দান মিলন মেলায় পরিণত হয়।

 

ভক্তরা মাইজভাণ্ডার দরবার শরীফে এসে হযরত শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক.) আল-হাছানী, ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ক.)’র মাজারসহ অন্য মাজারগুলো জেয়ারত ও নিজ নিজ মনোবাসনা পূরণের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করেন। এতে লাখো ভক্ত গাউছিয়া রহমান মঞ্জিলে মাইজভাণ্ডার দরবার শরীফের প্রধানতম সাজ্জাদানশীন শাহসুফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী ওয়াল হোসাইনী, আল মাইজভাণ্ডারীর (ম.জি.আ.) সঙ্গে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন।

 

ওরশে গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন বাদ ফজর বাবা ভাণ্ডারীর (ক.) মাজারে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগারসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
কর্মসূচির শেষদিন আশেকানে লাখো ভক্তের উপস্থিতিতে আছরের নামাজের ইমামতি করেন শাহসুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাছানী আল মাইজভাণ্ডারী।

 

আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কিয়াম শেষে বিশ্বের সব উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাছানী আল মাইজভাণ্ডারী। মোনাজাতে অংশগ্রহণ করেন নায়েবে সাজ্জাদশীন শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভাণ্ডারী। এ সময় আল্লাহুম্মা আমিন ধ্বনিতে ভক্তরা মুখরিত করে তোলে পুরো দরবার শরীফ। 

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট