চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাঙ্গুনিয়ার উসলামপুর ইউনিয়নের মগাছড়ি এলাকায় যাত্রিবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দিলিপ বড়ুয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিলুফা বেগম (৫০) ও মো. নয়ন (২০) নামে আরও ২ জন আহত হয়েছেন। নিহত দিলীপ বড়ুয়া রাঙামাটির গর্জনতলির মৃত সুবল বড়ুয়ার ছেলে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে মগাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে রাঙ্গুনিয়া থানা পুলিশ নিশ্চিত করেছেন।
জানা যায়, রাঙামাটি থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রাঙ্গুনিয়ার রাণীরহাট যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে রাঙামাটির দিকে যাচ্ছিল দিলীপ বড়ুয়া। এ সময় মগাছড়ি এলাকার বাঁকে মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এ সময় দিলীপ বড়ুয়া গুরুতর আহত হয়। নিলুফা ও নয়ন হাত পায়ে আঘাতপ্রাপ্ত হয়। অটোরিকশা ও মোটরসাইকেল দুটিই বেপরোয়া গতিতে চালাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। স্থানীয়রা উদ্ধার করে তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিলীপ বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, সিএনজিচালিত অটোরিকশা চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পূর্বকোণ/জিগার/জেইউ/পারভেজ