চট্টগ্রাম শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ইয়াবাসহ কিশোরী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৪ এপ্রিল, ২০২৫ | ৮:১৫ অপরাহ্ণ

অভিনব কৌশলে শরীরে লুকিয়ে পাচারকালে টেকনাফের হোয়াইক্যংয়ে ১৮ হাজার ইয়াবাসহ আমেনা বেগম (১৩) নামে এক কিশোরীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

গ্রেপ্তার আমেনা বেগম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের আবুল বশরের মেয়ে।

 

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন টেকনাফের হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল তাকে গ্রেপ্তার করে।

 

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, একজন কিশোরী যাত্রী নেমে বিকল্প রাস্তা দিয়ে পায়ে হেঁটে চেক পয়েন্ট অতিক্রম করার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় উক্ত যাত্রীর দিকে বিজিবি টহল দল অগ্রসর হলে দৌড়ে পালানোর সময় আমেনা বেগমকে আটক করে। তাকে তল্লাশি করে তার বাম পায়ের হাটুর নিচে ফিটিং অবস্থায় ৪ প্যাকেট এবং ডান পায়ের হাটুর নিচে ফিটিং অবস্থায় ৫ প্যাকেটসহ মোট নয়টি কালো রংয়ের বায়ুরোধী প্যাকেটে ১৮ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধার ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট