চট্টগ্রাম শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাতনামা যুবকের

সাতকানিয়া সংবাদদাতা

৪ এপ্রিল, ২০২৫ | ৩:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

 

ধারণা করা হচ্ছে- নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর।

 

সাতকানিয়ায় দায়িত্বরত স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, শুক্রবার ভোর ৫ টা ৫২ মিনিটে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে স্থানে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা যায়। ট্রেনটি ভোর ৫ টা ৫২ মিনিটে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে একটি ট্রেনকে যাওয়ার সময় এই লোকটি ট্রেনে কাটা পড়ছে বলে এলাকাবাসী ধারনা করছেন। এ সময় স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে অবগত করেন। তবে মৃত্যুর সঠিক কারণ বের হয় নি। তার আশেপাশে কোন মোবাইল বা কিছুই না পাওয়ায় তার পরিচয় খুঁজে পাওয়া যায়নি।

 

চট্টগ্রাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়া স্টেশন এলাকায় ট্রেনে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি । আমরা লাশ উদ্ধার ময়নাতদন্ত জন্য পাঠাচ্ছি, তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/ইব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট