চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে সূর্য মন্দিরে চুরি, থানায় মামলা

বোয়ালখালী সংবাদদাতা

৩ এপ্রিল, ২০২৫ | ৮:৫৯ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা সূর্য মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিয়ে গেছে দানবাক্সের টাকা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ ঘটনায় বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন সূর্য মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রণব দত্ত।

 

তিনি জানান, গতকাল বুধবার (২ এপ্রিল) সন্ধ্যার পর পূজারী মন্দির তালাবদ্ধ করে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি মন্দিরে এসে দেখতে পান প্রধান ফটকের ১টি তালা, ভেতরের কলাপসিবল গেইটের ২টি এবং দানবাক্সের তালাটি নেই। চোরের দল আনুমানিক দানবাক্সের ৮ থেকে ১০ হাজার টাকা চুরি করেছে। দানবাক্সটি সর্বশেষ গত বছর খোলা হয়েছিলো।

 

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, চোর শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট