চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন ভাইয়ের হাতে নির্মমভাবে রক্তাক্ত হয়েছেন মা ও ছোট ভাই। আহত ছোট ভাইয়ের নাম মো. মাসুম (৩৫) ও মায়ের নাম জুলেখা খাতুন (৫৫)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে গেছেন আক্রমনকারী ভাই মো. ইয়াসিন। জানা যায়, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে একটি শুকনো পাতার বস্তা সরানোকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে নিজ ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করেন ইয়াসিন। এ সময় প্রতিবেশিরা এগিয়ে এসে আহত মা ও ভাইকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/মুন্না/ আরআর/পারভেজ