ধর্ম উপদেষ্টা ড.আফম খালিদ হোসেন বলেন, বাঁশখালীর এ জনপদে উপস্থিত হতে পেরে ধন্য মনে করছি। এলাকার মানুষ ঈদ আনন্দ আরও সুন্দর করে যেন উপভোগ করতে পারে এজন্য ঈদ সামগ্রী প্রদান করছি। এই মসজিদটির সামনে ঈদ জামাত মাঠ নির্মাণ করে দেয়া হবে। পার্শ্ববর্তী কবরস্থানের জন্য সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। মসজিদে একটি বই পাঠাগার স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাঁশখালী উপজেলার পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়ায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এসময় তিনি ৫ নম্বর ওয়ার্ডের পালেগ্রামের রাস্তাটি সংস্কার করার জন্য উপজেলা প্রশাসনকে আহবান জানান।
কালিপুর ইউনিয়নের পালেগ্রাম মৌলভীপাড়ায় নুরে হাবিওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।
অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুর রহমান।
পূর্বকোণ/পিআর