চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

কলাউজান এয়াকুব বজলুর রহমান বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

অনলাইন ডেস্ক

৩ এপ্রিল, ২০২৫ | ৩:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় কলাউজান ডা. ইয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২ এপ্রিল) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে একঝাঁক শিক্ষার্থীদের নিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল, বরিশাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) চন্দন কান্তি নাথ, বান্দরবানের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল গোপাল নাথ, ডা. মোহাম্মদ মুমিনুল ইসলাম, মোহাম্মদ আব্বাস উদ্দিন, ড. দিপেন বড়ুয়া, রিগ্যান বড়ুয়া সৌরভ।

 

সংবর্ধিত গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মো. মহিউদ্দিন, সাবেক যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক প্রধান চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. কনক কুমার বড়ুয়া, সাবেক প্রধান বিভাগীয় রসায়ন বিভাগ, চট্টগ্রাম, মকবুল আহামদ, সাবেক সহকারী এন্টর্নি জেনারেল।

 

বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণ কুমার দাশ গুপ্ত, ফরিদুল আলম চৌধুরী, আবদুস ছত্তার, অনাদি শংকর নাথ, মোহাম্মদ আনিস, ভাস্কর প্রসাদ দেব, অরুন কান্তি পাল, নুরুল আলম চৌধুরীসহ বর্তমান শিক্ষকরা।

 

র‍্যাফেল ড্র-এর পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট