সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের মধ্যম ইয়াকুব নগর গ্রাম থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম তানজিনা আক্তার (২২) । তিনি ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল জব্বারের মেয়ে।তানজিনার স্বামী প্রবাসী মঞ্জুরুল আলম। তানজিলা বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, গৃহবধূ তানজিনা আক্তারের মৃত্যুর খবর পেয়ে বিকেলে আমরা সেখানে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করেছি। তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। লাশ পোস্টমর্টেমে পাঠানে হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/সৌমিত্র/আরআর/পারভেজ