ঈদের দিনে কক্সবাজারের রামুর কাউয়ারখোপে গরু চোরাচালান নিয়ে বিরোধের জেরে গুলাগুলিতে মো. নবী নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় গুলাগুলির ঘটনা ঘটে।
নিহত মো. নবী কাউয়ারখোপ পশ্চিম গনিয়াকাটার মৃত আলী আকবরের পুত্র।
জানা গেছে, মায়ানমার থেকে পাচার করে আনা গরু নিয়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মো. নবী নিহত হয়। রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, খবর পেয়ে ইতিপূর্বে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/নীতিশ/আরআর/পারভেজ