চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার অভিযোগ

বাঁশখালী সংবাদদাতা

৩১ মার্চ, ২০২৫ | ৫:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌরসভা শাখার অর্থ সম্পাদক মাহফুজুল হাসান তারেকের (২৮) উপর একদল সন্ত্রাসীর হামলার অভিযোগ উঠেছে।

রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার মিয়ার বাজারে এই হামলার ঘটনা ঘটেছে। এ হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। তারা জড়িত আসামিদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন।

 

আহত মাহফুজুল হাসান তারেক বাঁশখালী পৌরসভার হেফাজতে ইসলাম পৌরসভা আমীর ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির আলহাজ মাওলানা হাফিজুর রহমান ছেলে।

 

আহত মাহফুজুল হাসান তারেককে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

ব্যবসায়ী ও পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে বাঁশখালী পৌরসভার জলদীমিয়ার বাজারে চৌধুরী মার্কেটে ব্যবসায়ী ও ক্রেতার হাতাহাতি হয়েছিল। সালিশি বৈঠক কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে‌। খবর পেয়ে বাঁশখালী থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

 

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু সাগর হালদার বলেন, বাজারের ব্যবসায়ী সাথে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । এখনো লিখিত অভিযোগ দেয়নি কেউ ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট