চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে বাসচাপায় গৃহবধূর মৃত্যু, স্বামী ও দুই সন্তান আহত

বাঁশখালী সংবাদদাতা 

৩১ মার্চ, ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী পিএবি সড়কের বৈলগাঁও একটি দ্রুতগামী বাসের ধাক্কায় রোজিনা আক্তার (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিহতের স্বামী ও দুই সন্তান।

 

রবিবার (২৯ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাও প্রধান সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা আব্দুর রহমান। তিনি বলেন, আমার ভাগ্নি রোজিনা আক্তার তার স্বামী আলী আকবর এবং দুই সন্তানসহ মোটরসাইকেলযোগে ঈদের কেনাকাটা করতে বাঁশখালী উপজেলা গুনাগরী গিয়েছিল। আনোয়ারা বারখাইন ইউনিয়নের মাজার গেটে নিজ বাড়িতে যাওয়ার সময় দ্রুতগামী বাস পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে আমার ভাগ্নি নিহত হয়েছে ও তার স্বামীসহ দুই সন্তান আহত হয়েছে।

 

স্থানীয়রা জানান, কুতুবদিয়া থেকে ছেড়ে আসা এস আর পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীদের পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতা এই সময় চালককে আটক করে। চালকের চোখে মুখে ঘুমের ভাব থাকার কথা স্বীকার করেছে। ঈদে গাড়ির সংখ্যা কম হওয়ায় টানা তিনদিন গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন চালক।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত গৃহবধূর মৃত্যু হয়েছে। বাস জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট