চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ঈদযাত্রা : মহেশখালী ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৫ | ৯:১৫ অপরাহ্ণ

কক্সবাজার-মহেশখালী নৌরুটে স্পিড বোটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ৯৫ টাকার পরিবর্তে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রবিবার (৩০ মার্চ) যাত্রী আসিফ অভিযোগ করেন, আতাউল্লাহ সিন্ডিকেটের এক স্পিড বোট ড্রাইভার তার কাছ থেকে ১৫০ টাকা ভাড়া আদায় করেন। প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। স্থানীয় ভুক্তভোগীদের মতে, এই রুটে নিয়মিত একটি বোটে ১০ জনের বেশি যাত্রী বহন করা হচ্ছে, যা নিয়ম বহির্ভূত। ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রশাসনও যেন অসহায়। অভিযান চালালে চালকরা বোট চলাচল বন্ধ করে দেয়।

কক্সবাজার স্পীড বোট মালিক দিদারুল ইসলাম জানান, তিনি বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ও সংগঠন প্রধানকে অবহিত করবেন। এছাড়া বোট মালিক ও চালক সমিতির সভাপতি আতাউল্লাহ বোখারীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

পূর্বকোণ/এরফান/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট