চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় ট্রাকচাপায় প্রাইভেটকার আরোহী নিহত

চকরিয়া সংবাদদাতা

২৯ মার্চ, ২০২৫ | ৮:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় আবুল কালাম আজাদ নামে এক প্রাইভেটকার আরোহী নিহত হয়েছেন।

 

শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবুল কালাম আজাদ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার মৃত ফেরদৌস আহমেদের ছেলে এবং চট্টগ্রাম টেরি বাজারের মোনালিসা শপিংমলের মালিক।

 

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৩টার দিকে চকরিয়ার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারগামী একটি ট্রাক চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকারে থাকা তিনজনকে আহত অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

 

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাক পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক পালাতক রয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট