চট্টগ্রমে বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ মার্চ)বিকেলে অফিসার্স ক্লাবের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছারের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সদস্য সচিব দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মো. মিজান বিন তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাইল হক, বনবিভাগের বিট কর্মকর্তা আতিকুর রহমান, প্রেস ক্লাবের আহবায়ক দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দিদারুল আলম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াছিন আমিনী, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহেরসহ প্রমুখ।
পূর্বকোণ/ইবনুর