চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় বাস উল্টে হেলপারের মৃত্যু, আহত ৬

নিজস্ব প্রতিবেদক 

২৯ মার্চ, ২০২৫ | ২:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিচে চাপা পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬ যাত্রী।

 

নিহত মো. করিম (৪৫) চন্দনাইশের দক্ষিণ হাসিমপুর বড়পাড়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, দ্রুতগতির মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিলে উল্টে যায়। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাইওয়ে থানা পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।

 

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল মতিন বলেন, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। বাসটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট