কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান কেফায়েত উল্লাহকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে টেকনাফের হাজমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) জসিম উদ্দিন চৌধুরী।
গ্রেপ্তার কেফায়েত উল্লাহ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নুর হোছনের ছেলে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মানবপাচার আইনে ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) জসিম উদ্দিন চৌধুরী বলেন, টেকনাফের পাহাড় কেন্দ্রিক একাধিক অপহরণ ও সাগর পথে মানবপাচার চক্রের প্রধান কেফায়েত উল্লাহ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা পুলিশ তথ্য বলছে গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ