চট্টগ্রাম সোমবার, ৩১ মার্চ, ২০২৫

স্বাধীনতা দিবসে প্রত্যয়ের ‘মুক্তির গল্প মুক্তির স্বপ্ন’ শিরোনামে বিশেষ আয়োজন

অনলাইন ডেস্ক

২৭ মার্চ, ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ

পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় “মুক্তির গল্প, মুক্তির স্বপ্ন” নামক অনুষ্ঠান। বুধবার  (২৬ মার্চ) সকাল ১০টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একক ও দলীয় আবৃত্তি, মুক্তির গান, একাত্তরের চিঠি পাঠ, মুক্তিযুদ্ধের গল্প ও স্বপ্ন নিয়ে আলোচনা।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত নাট্যকার মিলন কান্তি দে, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল কবির, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক রিদোয়ানুল হক, হাসান বানু-সালেহ আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসেন হিরু, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী সদস্য এস এম হারুনুর রশীদ, বিশ্বজিৎ দাশ, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি আলমগীর আলম, চারুরং সভাপতি চিত্রশিল্পী হামেদ হাসান, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখাতে হবে। শিশু কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে আত্মনিয়োগ করতে হবে। নতুন প্রজন্ম আলোকিত হলে দেশ ও সমাজ আলোকিত হবে। তাছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সমাজ সেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগামী হতে হবে। যার মাধ্যমে বৈষম্যহীন ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণ সম্ভব।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মুক্তিযুদ্ধের গল্প শোনাতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শিক্ষা থেকে কোমলমতি শিশুরা বঞ্চিত হবে। অনুষ্ঠানে একক ও দলীয় আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট