চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মূল্যতালিকা না টাঙানোয় মাংস বিক্রেতাকে জরিমানা বোয়ালখালীতে

বোয়ালখালী সংবাদদাতা

২৭ মার্চ, ২০২৫ | ৯:৪৬ অপরাহ্ণ

বোয়ালখালীতে মূল্য তালিকা না টাঙানোয় এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে  পৌর সদরের বুড়ি পুকুর পাড় এলাকায় এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। 

তিনি জানান, মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত দামের চেয়ে বেশি দরে মাংস করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মাংস বিক্রেতা মো. মোরশেদুল আলমকে (৪৫) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারে সঠিক মূল্য ও স্বচ্ছতা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পূজন/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট