চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সাতকানিয়ায় দেশীয় অস্ত্রসহ ‍যুবক গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

২৭ মার্চ, ২০২৫ | ৯:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কামাল উদ্দিন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে  মাদক, তিনটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) রাত ১০টায় সাতকানিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়ায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামাল উদ্দিন (৩৮) সাতকানিয়া পৌরসভা ৬’নম্বর ওয়ার্ড চরপাড়া এলাকার বেটা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার কামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/মুন্না/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট