চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

২৭ মার্চ, ২০২৫ | ১:১১ অপরাহ্ণ

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল্লাহ ওরফে বাবু (২০) নামে এক যুবকের পা বিছিন্ন হয়ে গেছে। আহত বাবু দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বাহির মাঠ এলাকায় বাদশা মিয়ার ছেলে।

 

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নম্বর পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

 

স্থানীয়রা জানায়, বাবু বাংলাদেশের পণ্য পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান। ওপার থেকে পণ্য দিয়ে এপারে ফিরে আসার সময় স্থলমাইনটি বিস্ফোরণ হয়। এতে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে বলে খবর পেয়েছি। চিকিৎসা জন্য তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট