চট্টগ্রাম সোমবার, ৩১ মার্চ, ২০২৫

অপরিকল্পিতভাবে পুকুর কাটায় সাতকানিয়ায় লাখ টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

২৬ মার্চ, ২০২৫ | ১২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অপরিকল্পিতভাবে পুকুর কাটার দায়ে তাজুল ইসলাম আকাশ (২৬) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম আকাশ (২৬) উপজেলার ছদাহা ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে।

 

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভা কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, সাতকানিয়া পৌরসভা এলাকায় অনুমতিব্যতীত ও অপরিকল্পিতভাবে পুকুর খনন করার সময় তাজুল ইসলাম আকাশ নামে একজন হাতেনাতে ধরা পড়েন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক তাজুল ইসলাম আকাশকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট