চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদ্রাসার “সাবেক ছাত্র পর্ষদের” ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

২৭ মার্চ, ২০২৫ | ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার “সাবেক ছাত্র পর্ষদের” ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকাল ৩ টায় মাদ্রাসার মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তৈয়্যবিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতী মুজিবুর রহমান নেজামী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মাওলানা কামাল উদ্দিন, শিক্ষক আবু সালেহ, মাওলানা সালাহ উদ্দিন নেজামী, মাওলানা নাছির উদ্দীন, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা আবদুর রহিম, মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা নাছির উদ্দীন নাহিদ, হাফেজ আনোয়ার হোসেন, হাফেজ মামুনুর রশিদ, মো. সাইফুল ইসলাম, ওমর হাবীব, হাসান উদ্দিন, মুহাম্মদ মোজাম্মেল, মুহাম্মদ আলভী হাসান, মুহাম্মদ মুস্তাফা হাসানসহ প্রমুখ।

 

অনুষ্ঠানে আয় ব্যয়ের হিসাব ও গঠনতন্ত্র অনুমোদনসহ সিদ্ধান্তাবলী গৃহীত হয়। এছাড়া আগামী ১লা মে মরহুম শিক্ষকগনের স্মরনসভা ও ১৩ ডিসেম্বর সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। পরে প্রধান অতিথির মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট