কক্সবাজারের কুতুবদিয়ায় আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের গুলিতে নিহত তিনজন শহীদের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (২৬ মার্চ) ইফতার পরবর্তী উপজেলার ধুরুং বাজারস্থ এক পার্টি অফিসে নিহত মো. ঈসমাইল, মো. আজিজ ও আবু বক্কর ছিদ্দিকের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান ও শুভেচ্ছা সংবলিত ঈদ কার্ড তুলে দেন সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরি।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম এ সালাম কুতুবী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদার ও নাজেম উদ্দিন নাজু, উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক মো. বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ খান সিকদার, দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক, উত্তর ধূরুং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান ইমরুল ফারুক, দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এহছানুল হক প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ অক্টোবর সন্ধ্যায় ধুরুং বাজারের চৌ-রাস্তার মোড়ে শান্তিপূর্ণ মিছিল পরবর্তী সমাবেশের আয়োজন করেন স্থানীয় জামায়াত-শিবির। সরকারের নির্দেশনায় সমাবেশস্থলে গিয়ে মাইক কেড়ে নেয় পুলিশ। এ নিয়ে নেতা-কর্মীদের কথা কাটাকাটির একপর্যায়ে অতর্কিত হামলা ও ভারি গুলি ছুড়ে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ওই তিনজন।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ