চট্টগ্রাম রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৬ মার্চ, ২০২৫ | ৯:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. নাছির উদ্দিন (৪০)। তিনি ঐ এলাকার নাছিরের নতুন বাড়ির মৃত কবির আহমদের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন তার নিজ বাড়ি বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের নিজ বাড়িতে ইফতার শেষ করে বাড়ির অদূরে নিজের ফার্মে যাবার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত দুস্কৃতকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

 

ঘটনার পর এলাকাবাসী তার লাশ দেখে বাড়িতে খবর দিলে পরে তারা রক্তাক্ত মৃতদেহটি বাড়িতে নিয়ে গেলে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, যে অস্ত্র দিয়ে কোপ দিয়েছে তা এতই ধারালো যে এককোপেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন কৃষক দল ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল পূর্বকোণকে বলেন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারি নাছির নিজ বাড়িতে ইফতার শেষে বাড়ির পার্শ্ববর্তী নিজ খামারে যাবার সময় তাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা তারা নিশ্চিত হতে পারছেন না। ঘটনাস্থলে পুলিশ ছুটে গেছে। তারা লাশ উদ্ধার ও পোস্টমর্টেমের প্রক্রিয়া চালাচ্ছে।

 

এদিকে এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে ফোর্স সেখানে গেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর সেখানে পুলিশ গেছে। ঘটনাটি তদন্ত করে কারা জড়িত বের করা হবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট