চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, নির্বাচনী দৌড়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এখন পর্যন্ত এগিয়ে আছে। চট্টগ্রাম-১০ আসনে ছাত্রজনতা, পেশাজীবী, শ্রমজীবী জনগণ শামসুজ্জামান হেলালীকে নিয়ে উজ্জীবিত। তারা যে কোন ত্যাগ স্বীকারের বিনিময়ে হেলালীকে নিয়ে বিজয় মিছিলে অংশ নেবে।
বুধবার (২৬ মার্চ) নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরস্থ জামান এক্সক্লুসিভ রেস্টুরেন্টে চট্টগ্রাম ১০ আসনের জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ছাত্র ও শ্রমিক প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ১০ আসনে জামায়াত ঘোষিত প্রার্থী, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম রনির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমান, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানার আমীর ফারুকে আজম, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, খুলশী থানার আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম, ওয়ার্ড সভাপতি তৌহিদ আজাদ, ইমরানুল হক, আবুল কালাম আজাদ, কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা, এডভোকেট মাহবুবুল আলম প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ